হরিণাকুন্ডুতে মানসিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ, এক মাস ৯ দিনেও মেলেনি খোঁজ

গঞ্জেরখবর প্রতিবেদক:

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী যুবক রিপন হোসেন (৩৪) প্রায় এক মাস ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

গত ৬ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে প্রাকৃতিক কাজের কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

রিপনের বাবা আফজাল হোসেন জানান, “আমার ছেলে মানসিক প্রতিবন্ধী। সেদিন রাতে হঠাৎ করেই বের হয়ে যায়। ভেবেছিলাম, একটু পরই ফিরে আসবে। কিন্তু আর ফেরেনি।

আত্মীয়-স্বজন, হাসপাতাল এমনকি আশপাশের গ্রামগুলোতেও খোঁজ নিয়েছি, কোথাও তার সন্ধান পাইনি।”
তিনি আরও জানান, ঘটনার পরদিনই হরিণাকুন্ডু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এতদিন পেরিয়ে গেলেও এখনও কোনো অগ্রগতি হয়নি।

রিপনের স্ত্রী ডলি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে প্রতিদিন অপেক্ষায় থাকি।

১০ বছর বয়সী বড় ছেলে প্রায়ই জিজ্ঞেস করে—‘আব্বু কবে আসবে?’ ছোট মেয়েটা বাবার ছবির দিকে চেয়ে থাকে।”

মানসিক প্রতিবন্ধী রিপনের সংসারে রয়েছে তিনটি অবুঝ মুখ—দুই ছেলে ও এক মেয়ে।

বাবার অনুপস্থিতিতে পরিবারটি চরম অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন পার করছে।

রিপনের বাবা আফজাল হোসেন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, “আমার সন্তানের সন্ধান কেউ পেলে দয়া করে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি ০১৭৮৮-৪৮৫১৭৪। সবার সহায়তায় হয়তো আমার ছেলেকে ফিরে পেতে পারি।”

পরিবারের পক্ষ থেকে নিখোঁজ রিপনের খোঁজ পেতে মানবিক সহানুভূতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *