জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ফিলিস্তিনিদের বিজয় ও সুরক্ষার কামনায় নফল রোজা, গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ফিলিস্তিনিদের বিজয় ও সুরক্ষার কামনায় নফল রোজা, গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যেতে পারে), জীবননগর উপজেলার সর্বদলীয় প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন
বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা।
ইসরাইলের দ্বারা সংঘটিত চলমান গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য কামনায় নফল রোজা পালন শেষে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় গণইফতার ও দোয়া মাহফিলের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বদলীয় সভাপতি মাওলানা সাজেদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সাধারণসম্পাদক শামসুজ্জামান ডাবলু, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, হেফাজতে ইসলাম জীবননগর শাখার সভাপতি হাফেজ মাওলানা ইকবাল হুসাইন,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুবক্কর সিদ্দিক, জাতীয় উলামা মাসায়েখ আইম্মা পরিষদ জীবননগর উপজেলা শাখার নেতা মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন উলামা পরিষদ জীবননগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গহওরী।
অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তিনে চলমান সহিংসতার তীব্র নিন্দা জানান এবং
আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।