জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

জীবননগর অফিস:
সারা দেশের মত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নানা আয়োজেনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলাবাসী।

সকাল সাড়ে ৮ টায় জীবননগর উপজেলা চত্বর থেকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়।

এতে জীবননগর উপজেলা প্রশাসনের সরকারী বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক দলের

নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,স্কুল,কলেজ,মাদ্রাসার প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক,শিক্ষার্থী বিভিন্ন সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে লোকগন,লাঠি খেলা,ঝাপান খেলা,নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আয়োজন করে নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা। নববর্ষ উপলক্ষে উপজেলা চত্বরে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *