আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে চড়ক পূজার খেজুর ভাঙ্গা উৎসবে গাছ থেকে পড়ে এক সন্ন্যাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে মণিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সন্ন্যাসীর নাম দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৩৭)। তিনি একই গ্রামের অজিত দাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, চড়ক পূজার অর্চনা উপলক্ষে সন্ন্যাসীরা ঐতিহ্যবাহী খেজুর ভাঙ্গা উৎসবে অংশ নেন।
ওই দিন বিকেলে দেবু তাহেরপুর গ্রামে মণিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি প্রায় ৪০ ফুট উঁচু খেজুর গাছে ওঠেন।
গাছের চূড়ায় পৌঁছানোর পর হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মফিজুর রহমান মফিজ।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, “ঘটনাটি শোনা মাত্রই পুলিশ পাঠানো হয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”সন্ন্যাসী দেবুর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।