আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন বাজারে একটি পুরাতন কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়েছে। এ ঘটনায় ট্রাকচালক এবং এক ভ্যানচালক আহত হন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে, নাভারন কলেজের সামনে মহাসড়কে।
গাছের বড় ডাল হঠাৎ করে চলন্ত একটি ট্রাকের (নিবন্ধন নম্বর: যশোর ট-১১-৬০৪২) উপর ভেঙে পড়ে।
এতে ট্রাকটির সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্ঘটনার ফলে মহাসড়কে এক ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকে।
দুর্ঘটনার পরপরই রাস্তার দুই পাশে শত শত যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার মধ্যে বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকও ছিল।
খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ ও বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
তারা যৌথভাবে করাতের মাধ্যমে গাছের ডাল কেটে ট্রাকের ওপর থেকে সরিয়ে ফেলে, যার ফলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘটনাটি ঘটায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও আতঙ্ক সৃষ্টি হয়।
শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “মহাসড়কের পাশে বহু পুরাতন গাছ রয়েছে, যেগুলো যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে।
পরিবেশ রক্ষা করেও যেন জননিরাপত্তা নিশ্চিত করা যায়, সে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ট্রাকের উপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
”এই ঘটনার পর স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের দাবি জানিয়েছেন।