আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৬০ পিস ট্যাপাল ট্যাবলেট ও নগদ অর্থসহ একজন গ্রেফতার

গঞ্জেরখবর ডেস্ক:-

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য অর্জন করেছে।

১৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের সময় আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ

অভিযানে ৬০ পিস নিষিদ্ধ ট্যাপাল (Tapal) ১০০ মি.গ্রা. ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫,১৫০ টাকা সহ একজন নারীকে গ্রেফতার করা হয়।

বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমানের

দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর এর নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল জেহালা ইউনিয়নের ডেভিট মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ইন্দ্রজিত কর্মকারের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মোছাঃ বন্যা খাতুন (৩২), পিতা- মৃত আবু বক্কর, স্বামী- মোঃ মাসুদ রানা, সাং- বেলগাছী, মুসলিমপাড়া, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়।

অভিযানে তার নিকট থেকে ৬০ পিস ট্যাপাল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার করে জব্দ তালিকা অনুযায়ী আলামত হিসেবে সংরক্ষণ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর- ২৮, তারিখ- ১৫/০৪/২০২৫ খ্রিঃ।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *