জীবননগর কাশিপুর গ্রামের ঘর জামাইয়ের বিরুদ্ধে দেহাটি-আন্দুলবাড়ীয়া থেকে পাখিভ্যান ছিনতাইয়ের অভিযোগ

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এক পাখিভ্যান চালকের ওপর হামলা চালিয়ে ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামে ইসরাফিলের ছেলে চাঁন মিয়ার (২৭) বিরুদ্ধে।
ঘটনাটি মঙ্গলবার সকাল ১১ টার দিকে দেহাটি আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়া এলাকা থেকে সংঘটিত হয়েছে।

দামুড়হুদা উপজেলার জয়রামপুর হাজীপাড়ার আব্দুল মালেকের ছেলে জীবননগর উপজেলার কাশিপুর হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ইমরান হোসেন (২২) বলেন,তিনি জীবননগর আমার ছোট ভাই মিনহাজ হোসেন (১৬) পেশায় একজন পাখিভ্যান
চালক। সে প্রতিদিনের মত মঙ্গলবার জয়রামপুর বাজারে ভাড়ার জন্য অপেক্ষা করছিল।

এ সময় অভিযুক্ত চাঁন মিয়া ভ্যান ভাড়ার জন্য ৫০০ টাকা চুক্তি করে তাকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়া মোড়ে নিয়ে যায়। সেখানে
ভ্যানটি শাহাজুল মেশিনারিজ-এ রেখে অন্য একটি ভ্যানে চড়ে মিনহাজকে নিয়ে যান দেহাটি গ্রামের সরদারপাড়া নদীর ধারে।

এরপর সেখানে তাকে মারধর করে এবং তার নিকট থেকে ভ্যানের চাবি ছিনিয়ে নেয়। পরে চাঁন মিয়া অপর একজনের মোটর সাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে মিনহাজ ঘটনাস্থলে ফিরে এসে দেখতে পায়, ভ্যানটি আর সেখানে নেই।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত চাঁন মিয়াকে ভ্যানটি নিয়ে চলে যেতে দেখা গেছে। দিকে ভ্যান চালক মিনহাজের আয়ের একমাত্র উৎস ভ্যান গাড়ীটি
হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের বিএনপি নেতা আব্দুল হান্নান বলেন,অভিযুক্ত চাঁন মিয়া আমাদের গ্রামের ঘর জামাই। ঘটনার পর তার স্ত্রীর নিকট থেকে নাম ঠিকানা সংগ্রহ করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অন্যদিকে ভ্যানটি উদ্ধার করতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *