ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানীকে পিটিয়ে হত্যা ৩ জনকে গ্রেফতার

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ আলী (৫০) নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে বাদপুকুরিয়া গ্রামে মুদি দোকান পরিচালনা করতেন। একই গ্রামের বাসিন্দা আসাদুল ইসলাম তার দোকান থেকে বাকিতে পণ্য সংগ্রহ করেছিলেন।

মঙ্গলবার সকালে মোহাম্মদ আলী পার্শ্ববর্তী ত্রিমোহনী বাজারে যাওয়ার পথে আসাদুলের সঙ্গে তার দেখা হয়। এ সময় তিনি পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে আসাদুল ও তার পরিবারের সদস্যরা মোহাম্মদ আলীর ওপর শারীরিকভাবে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আসাদুল ইসলাম, তার পিতা আসকর আলীসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার পরপরই পুলিশ মোতায়েন ও অভিযুক্তদের আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে এটি পাওনা টাকা নিয়ে বিরোধ থেকে উদ্ভূত ঘটনা বলে মনে হচ্ছে।

তবে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা নিহত মোহাম্মদ আলীর

পরিবারকে শান্ত রাখার চেষ্টা করছেন এবং প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *