কারিগরি ছাত্রদের ছয় দফা দাবিতে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রেক্ষিতে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

অবরোধ চলাকালে ঝিনাইদহ থেকে বিভিন্ন গন্তব্যে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে অন্যতম ছিল, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করা।

তাদের অভিযোগ, আদালতের রায়টি অবৈধ এবং তা কারিগরি শিক্ষার মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।

এছাড়াও তারা আরও পাঁচটি দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—
১.‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন,
২. কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা,
৩. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য বয়সসীমা নির্ধারণ,
৪. চার বছর মেয়াদী আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন,
৫. এবং কারিগরি শিক্ষাকে আরও কার্যকর ও যুগোপযোগী করার পদক্ষেপ গ্রহণ।

বিক্ষোভ শেষে প্রশাসনের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস পেলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

এ আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *