কোটচাঁদপুরে জামায়াতের গণসংযোগ পক্ষ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর প্রতিনিধি:-

পবিত্র কোরআনের নির্দেশনা “তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না”—এই বার্তা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘গণসংযোগ পক্ষ’ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে কোটচাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রাজ্জাক এবং পরিচালনা করেন ওয়ার্ড আমীর বরকত উল্লাহ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের যুব, মিডিয়া ও সংস্কৃতি বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম।

তিনি বলেন, “ব্যভিচার, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ইসলামি মূল্যবোধে অনুপ্রাণিত সমাজব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শুরা সদস্য নবীরুল ইসলাম,পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু প্রমুখ।

আয়োজকরা জানান, ‘গণসংযোগ পক্ষ’ কর্মসূচির মাধ্যমে ইসলামী আদর্শের প্রতি জনসম্পৃক্ততা বাড়ানো এবং সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নই তাদের মূল লক্ষ্য।

সভায় স্থানীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাজ গঠনে নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *