জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার প্রতিরোধে কড়া নজরদারি ও
অভিযানে ধারাবাহিক সাফল্য দেখিয়ে যাচ্ছেন বিজিবি। তাদের অভিযানের ধারাবাহিকতায় বুধবার ও
বৃহস্পতিবার দিনভর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় বিজিবি সদস্যরা ভারতীয় মাদক ও ১১ জন বাংলাদেশী নাগরিকদেরকে আটক করেন।
জীবননগর বিওপির ক্যাম্পের হাবিলদার খলিলুর রহমানের নেতৃত্বে বুধবার সন্ধ্যা রাতে দিকেউপজেলার কালা গ্রামের ব্রিজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। একই দিন রাত ৯ টার দিকে উপজেলার বেনীপুর বিওপির
সুবেদার শরাফত আলীর নেতৃত্বে পরিচালিত মাদক বিরোধী অভিযানে দুইজন দালালসহ ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন।
অন্যদিকে একই দিন রাত পৌনে ১২ টার দিকে মেদিনীপুর বিওপি ক্যাম্পের সুবেদার শরিফ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানের সদস্যরা গোয়ালপাড়া মাঠের একটি ভু্ট্টা ক্ষেত থেকে ৮০০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেন।
তবে এসব ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার কিংবা সনাক্ত করা যায়নি।
এদিকে মহেশপুর উপজেলার যাদবপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার ওসমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি ধান ক্ষেতে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
অপরদিকে খোশালপুর বিওপি ক্যাম্পের হাবিলদার আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে ৪৭বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
শ্রীনাথপুর বিওপি ক্যাম্পের নায়েভ সুবেদার সোলায়মান আকন্দ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চাপাতলা মাঠে অভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন।
এদিকে কুসুমপুর বিওপি ক্যাম্পের হাবিলদার আখতার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টার দিকে অভিযান
চালিয়ে একজন বাংলাদেশী নারীকে আটক করেন।
আটককৃত সকল ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক দ্রব্য যথাযথ প্রক্রিয়ায় মহেশপুর ও জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
৫৮ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন,
“সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদক-মানবপাচার রোধে বিজিবি সর্বদা তৎপর। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে’’।