গঞ্জেরখবর ডেস্ক:-
রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের ঘটনায় ভাইরাল হওয়া আশরাফুল আলমকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করেন।
আসামিপক্ষের আইনজীবী জামিন প্রার্থনা করে রিমান্ড বাতিলের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আশরাফুলকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে। তাকে ধানমন্ডি এলাকা থেকে আটক করে পুলিশ এবং পরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে।
সেখানে দেখা যায়, ধানমন্ডির জিগাতলা এলাকায় সাদা শার্ট পরা এক যুবক একটি প্রাইভেটকার থামিয়ে রসিদ দেখিয়ে টাকা আদায় করছেন।
গাড়ির মালিক ও তার পরিবারের সঙ্গে ওই যুবকের বাকবিতণ্ডার দৃশ্য স্পষ্ট দেখা যায়। গাড়িতে থাকা একজন ব্যক্তি তাকে ‘মাস্তানি’ প্রসঙ্গে প্রশ্ন করলে
যুবকটি আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দেন, “হ, করতাছি, কোনো সমস্যা?” পরে তিনি বলেন, “চুলও বাঁকা করতে পারবা না।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পুলিশ জানায়, আশরাফুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন বলে গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেও দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় ১৫ এপ্রিল ধানমন্ডি থানার উপপরিদর্শক ইমরান হোসেন বাদী হয়ে আশরাফুলের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৫ (ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়) ও ৩৮৬ (জবরদস্তিমূলক চাঁদাবাজি) ধারায় মামলা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যে কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।