সড়ক দুর্ঘটনায় পা হারানো মহেশপুরের রহমত আলী অবশেষে মৃত্যুবরণ করেছেন

মোঃ আবু সাইদ শওকত আলী, বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক পা হারানো অটোভ্যান চালক রহমত আলী (৪৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার বাথানগাছি কারিকার পাড়ার বাসিন্দা, ইউসুফ আলীর ছেলে।

ঘটনার সূত্রপাত ঘটে চার দিন পূর্বে, যখন রহমত আলী অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফতেপুর গ্রামে পৌঁছালে একটি লাটাহাম্বার (বড় মালবাহী গাড়ি) তার অটোভ্যানকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

দীর্ঘ চিকিৎসার পর আজ বৃহস্পতিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রহমত আলী মৃত্যুবরণ করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, রহমত আলী ছিলেন একজন সহজ-সরল ও পরিশ্রমী মানুষ। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকার লোকজন শোকাহত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *