জীবননগর অফিস:-
ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী সাড়াসি অভিযান পরিচালনা করেন।
ঝিনাইদহেরমহেশপুর খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে ধারাবাহিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন দাবী করে পৃথক অভিযানে ২৩৩ বোতল ভারতীয় মাদকদ্রব্যসহ ২৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। টকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
বিজিবি সদস্যরা মঙ্গলবার রাত পোনে ১১ টার থেকে বুধবার বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ধারাবাহিক ভাবে এ অভিযান পরিচালনা করেন।
ঝিনাইদহ মহেশপুর উপজেলার শ্যামকুড় বিওপি ক্যাম্পের হাবিলদার মনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার রাত দু’টার দিকে পরিত্যক্ত
অবস্থায় শ্যামকুড় মাঠ থেকে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
এদিকে মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে নিমতলা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার একরামুল হকের নেতৃত্বে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
অন্যদিকে একই দিন রাত সাড়ে ৯ টার দিকে গয়েশপুর বিওপি ক্যাম্পের সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে গয়েশপুর মাঠের একটি আম বাগানে অভিযান চালিয়ে ১১৫ বোতল ভারতীয় মদ
ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে মহেশপুর উপজেলার পিপুলবাড়ীয়া গ্রামের কাঁচা রাস্তা থেকে বাংলাদেশী ৫ জন পুরুষ,৬ জন নারী ও ৩ জন শিশুকে আটক করা হয়।
একই দিন বুধবার সকাল ৬.৪০ মিনিটের সময় খোশালপুর বিওপি ক্যাম্পের সদস্যরা খোশালপুর গ্রামের একটি আম বাগানে অভিযান পরিচালনা করেন।
এ সময় বাংলাদেশী ২ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। এদিকে মঙ্গলবার মাইলবাড়ীয়া
মাঝপাড়ায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন। একই কুসুমপুর বিওপি ক্যাম্পের বিজিবি চাপাতলা গোলাপ বাগানের
সামনে থেকে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন। সবগুলো অভিযানে আটককৃতদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “মাদক ও অবৈধ পারাপার রোধে বিজিবি সর্বদা
তৎপর রয়েছে।
সীমান্ত এলাকায় যে কোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।