ঝিনাইদহে ডাকবাংলায় ফের সক্রিয় অপরাধচক্র: আব্দুল মালেক ও বাবুল মাস্তানের দাপট

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর গ্রাম ও চুয়াডাঙ্গা-সংশ্লিষ্ট ডাকবাংলা এলাকায় আবারও আলোচনায় উঠে এসেছেন দুই পরিচিত নাম আব্দুল মালেক ও আবুল কালাম ওরফে বাবুল মাস্তান।

এক সময় হত্যা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আলোচিত-সমালোচিত এই দুই ব্যক্তি দীর্ঘ কারাভোগ শেষে

মুক্তি পেলেও, সম্প্রতি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারামুক্তির পর আব্দুল মালেক নতুন করে একটি সশস্ত্র গ্রুপ গঠন করেছেন। এই চক্রটি এলাকায় চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা এবং নানাবিধ অনৈতিক

কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, আব্দুল মালেক, বাবুল মাস্তান ও তাদের ঘনিষ্ঠ সহযোগীরা—যাদের মধ্যে রয়েছেন মমিন ড্রাইভার, সালাম হোসেন, বিশারত, পিলু, সিরাজ ও তরিকুল—এলাকায় একটি সংঘবদ্ধ অপকর্মের নেটওয়ার্ক পরিচালনা করছেন।

তারা বিভিন্ন সময়ে স্থানীয়দের হুমকি-ধমকি, নিরব চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের সাথে জড়িত বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

তথ্য যাচাই করে জানা যায়, বাবুল মাস্তান ১৯৯২ সাল থেকে ১৯৯৩ সালের মধ্যে হরিণাকুন্ডু থানায় দায়েরকৃত চারটি হত্যা মামলার আসামি ছিলেন। অন্যদিকে আব্দুল মালেকের বিরুদ্ধে ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অন্তত পাঁচটি মামলার রেকর্ড রয়েছে।

এর মধ্যে ১৯৯৯ সালের একটি মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেও রাষ্ট্রপতির ক্ষমায় সেই রায় কার্যকর হয়নি।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আব্দুল মালেকের ফের তৎপরতায় আমরা চরম উদ্বেগে আছি। রাতে বাইরে বের হতেও ভয় পাই।

অভিযোগ জানিয়েও কোনো কার্যকর প্রতিকার পাচ্ছি না।”

সূত্র মতে, এই দুইজন পূর্বে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং কমান্ডার হানেফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিলেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,

“আমরা আব্দুল মালেক সংক্রান্ত অভিযোগ সম্পর্কে অবগত। প্রমাণসাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিবাদ জানাতে অভিযুক্তদের একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *