চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ  প্রতিনিধি:-

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন (৩০) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ব্যারাকের শয়নকক্ষের জানালা দিয়ে সহকর্মীরা তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহত শামীম হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে।

তিনি গত ছয় মাস ধরে দর্শনা ইমিগ্রেশন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে একা বসবাস করছিলেন।

সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো সকালবেলা কর্মস্থলে না আসায় তারা শামীমের খোঁজ নিতে যান।

এরপর জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে শামীম আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *