জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাখারিয়া পিচ মোড় এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুকুমার দাস (৩৯) নামে এক দিনমজুরের ওপর হামলার অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা তাকে বেধড়ক মারধর করে এবং খুনের হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী সুকুমার দাস শাখারিয়া পিচ মোড় এলাকার মৃত গিরেন দাসের ছেলে।
তিনি জানান, পেশায় একজন দিনমজুর হিসেবে স্থানীয়ভাবে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
সম্প্রতি তিনি এবং আরও ১০ জন শ্রমিক মিলে মোট ৩ হাজার টাকা পারিশ্রমিক পেতেন অভিযুক্তদের কাছ থেকে।
দীর্ঘদিন পার হলেও টাকা না পাওয়ায় তিনি সরাসরি টাকা চেয়ে অভিযোগ জানান, যা থেকে শুরু হয় উত্তেজনা।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে নিজ বাড়ির সামনে শাখারিয়া পিচ মোড়
এলাকায় অভিযুক্তরা তার গতিরোধ করে এবং প্রকাশ্য রাস্তায় খুনের হুমকি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। অভিযুক্ত নিত্য দাস (৫৫) একটি কাঠের বাটাম দিয়ে সুকুমারের মাথায় আঘাত করেন, এতে তিনি রক্তাক্ত জখম হন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নিত্য দাসের ছেলে সোনা দাস (৩৫) হুমকি দিয়ে বলেন, “তোকে হত্যা করে জেল খাটতেও আমি প্রস্তুত।” একই সময়, সোনা দাসের ভাই সিমান্ত দাসও হত্যার হুমকি দেন।
আহত অবস্থায় সুকুমার দাসকে জীবননগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তিনি জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় এখনো অভিযুক্তদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনার পর এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী।