জীবননগর অফিস :-
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী ঝটিকা অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টা ১৫ মিনিটে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস ও অফিসার ইনচার্জ (অপারেশন) আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন সাব-ইন্সপেক্টর রুবেল মিয়া ও সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, এক নারী মাদক ব্যবসায়ী জীবননগর-ধোপাখালী সড়কের কালা ব্যাক হয়ে শরীরে বিশেষ কৌশলে ফেনসিডিল বহন করে শহরের দিকে আসছে।
সংবাদ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে কালা সড়কের জলিল মন্ডলের বাগানের সামনে থেকে ওই নারীকে আটক করে।
গ্রেফতার হওয়া নারীর নাম সায়রা খাতুন (৪২)। তিনি জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর স্কুলপাড়ার মকলেছুর রহমানের স্ত্রী।
পুলিশি জিজ্ঞাসাবাদে তার শরীরে লুকিয়ে রাখা ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সায়রা খাতুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলেন।
ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, জীবননগর উপজেলাকে মাদকমুক্ত করতে চুয়াডাঙ্গা
জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে জীবননগর থানা পুলিশ।