গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত, একজন  গ্রেফতার 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) দুপুরে উপজেলার হিম্মতনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবেদ আলী খান (৭০) একই গ্রামের মৃত ছমির খানের পুত্র।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

নিহতের স্ত্রী খোদেজা আক্তার জানান, আবেদ আলী খান তার ভাই ছাবেদ আলী ছাবুর কাছ থেকে সাড়ে ২২ শতাংশ জমি কিনেছিলেন।

ওই জমি নিয়েই দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরে এ নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। “আমরা দু’জনই ঘরের ভেতরে ছিলাম।

আমার স্বামী পাশের বাড়িতে আশ্রয় নিতে গিয়ে সেখান থেকেও দৌড়ে পাশের গ্রামে যেতে চেষ্টা করেন, কিন্তু হামলাকারীরা তাকে ধাওয়া করে হত্যা করে,” বলেন খোদেজা।

গৌরীপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবেদ আলী খান মারা যান। তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন না থাকলেও বাম হাতে একটি কাটা ও ঘাড়ে আচড়ের দাগ রয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, “জরুরি নম্বরে কল পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই।

সেখানে দুই পক্ষ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলি। হামলার শিকার আলাল উদ্দিনের বাড়িও পরিদর্শন করি।”

এদিকে, পালান্দা গ্রামের সাহাব আলীর ছেলে সীমান্ত রায়হান সিজান জানান, “ছাবেদ আলীকে রাস্তায় ছটফট করতে দেখি।

লোকজন তাকে উদ্ধার করে মাথায় পানি দেয় এবং পরে হাসপাতালে পাঠায়।”

স্থানীয় আব্দুর রশিদের ছেলে আল আমিন বলেন, “দুই-তিন মাস আগে গৌরীপুর বাজারে ছাবেদ আলীর ওপরও হামলা হয়েছিল।

তখন সে দৌড়ে বড় মসজিদে আশ্রয় নেয়। সেসময় তার পাঞ্জাবিও ছিঁড়ে ফেলা হয়েছিল।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্তের পর প্রকৃত ঘটনা ও দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *