তাড়াশে পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

বিশেষ প্রতিবেদক:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গলাকাটা অবস্থায় রাশিদুল হাসান (৩৬) নামের এক পিকআপ চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তাড়াশ-রানিরহাট সড়কের আসানবাড়ী এলাকার পাশে একটি ফসলি জমির আল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাশিদুল হাসান সিরাজগঞ্জ পৌর শহরের উলিপুর মহল্লার বাসিন্দা এবং মৃত তুফান সরকারের ছেলে।

পেশায় তিনি একজন পিকআপ চালক ছিলেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, স্থানীয়রা প্রথমে গলাকাটা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *