শৈলকুপায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

গঞ্জেরখবর ডেস্ক:-

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে শৈলকুপা পৌরসভার কবিরপুর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে জয় কর্মকার (পিতা: সুরঞ্জন ওরফে

মনিকর্মকার) নামের ওই যুবককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. সীরাজুস সালেহীন।

শৈলকুপা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ জয়কে হাতেনাতে আটক করে।

এরপর আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মাদকবিরোধী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *