আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিসিএস অফিসার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ২০২৫ অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গত ১৮ এপ্রিল ঢাকার পূর্বাচলের সী শেল রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শৈলকুপার শতাধিক বিসিএস কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপার কৃতি সন্তান,বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি তার বক্তব্যে শৈলকুপার সার্বিক উন্নয়নে
একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, “শৈলকুপা চাকরি, ব্যবসা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিসহ প্রতিটি ক্ষেত্রে অগ্রসর হবে—এই প্রত্যাশা করি।”
এছাড়াও তিনি বিসিএস কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে শৈলকুপার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ,
ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী এবং শৈলকুপার অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও তরুণ
উদ্যোক্তারা, যারা অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের অভিমত ও অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ফোরামের গঠনতন্ত্র উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদন। একইসঙ্গে আগামী দুই বছরের জন্য ৪১
সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন (পরিচালক, জাতীয় বার্ন ইনস্টিটিউট),
সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন (যুগ্মসচিব, পরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড), এবং কোষাধ্যক্ষ মোঃ আমির খসরু (এসপি, সিটি এসবি)।
বক্তারা বলেন, শৈলকুপার অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে বিসিএস কর্মকর্তারা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবেন।
অনুষ্ঠানের শেষ অংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।