জীবননগর ঘুগরাগাছি জমি সংক্রান্ত বিরোধে কলা বাগান ও খিরা ক্ষেত কেটে ক্ষতি, প্রাণনাশের হুমকিতে আতঙ্কে ভুক্তভোগীরা

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ঘুগরাগাছি খানপাড়া গ্রামে জমি

সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের কলা বাগান  ও খিরা  ক্ষেত  কেটে  ব্যাপক  ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়ায় পরিবারটি মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনাটি শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঘুগরাগাছি মাঠে সংঘটিত হয়েছে। এ ঘটনায়
জীবননগর থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ঘুগরাগাছি খানপাড়ার আয়ুব খানের ছেলে ভুক্তভোগী তুহিন খান(৩৫) বলেন,আমাদের জমিতে কলা ও খিরা চাষ করি।

ফলন্ত কলা বাগান ও একই সাথে সাথী ফসল খিরা ক্ষেতে শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে
পার্শ্ববর্তী রায়পুর ইউনিয়নের বাড়ান্দী গ্রামের খানপাড়ার প্রতিপক্ষ তরিকুল খান,রফিকুল খান,শাহিন খান,মিলন খান,সুফিয়া খান প্রবেশ করে জমির কলা গাছ ও খিরা গাছ কেটে সাবাড় করে এবং বেড়া ভেঙ্গে প্রায় লাখ টাকার ক্ষতি সাধন করে।

ভুক্তভোগী তুহিন খান আরো বলেন,প্রতিপক্ষরা হাতে লাঠিসোটা,লোহার রড,হাসুয়া নিয়ে জমিতে দূর্বৃত্তায়ন করে। ফলে আমরা তাদের সামনে যেতে সাহস পাইনি।
পরবর্তীতে আমরা তাদেরকে প্রতিবাদ করলে তারা আমাদেরকে খুন জখমের হুমকি দিচ্ছে। ফলে আমরা শঙ্কার মধ্যে আছি্। ঘটনার ব্যাপারে থানায় আমরা একটি লিখিত অভিযোগ করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত সুফিয়া খাতুন বলেন,আমি শনিবার সকালে আমার পুতনিকে সাথে নিয়ে আমাদের জমিতে লাগানো কলা বাগানে যাই। সেখানে বাগান পরিচর্যা কালে প্রতিপক্ষরা আমার ওপর হামলা চালিয়ে মারধর করে আমাকে তাড়িয়ে দেয়।
আমরা ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। দেখা যাক কি হয়।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মহাসিন আলী বলেন,ঘটনার বিষয়টি আমি শুনেছি।

তবে উভয়পক্ষ চাইলে আমরা স্থানীয় ভাবে বিষয়টি আপস নিস্পত্তির চেষ্টা করতে পারি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসনে বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা
গ্রহন করা হবে। তবে বিষয়টি জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে সৃষ্টি
হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *