জীবননগরে “জীব বৈচিত্র্যের গুরুত্ব ও রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “জীব বৈচিত্র্যের গুরুত্ব ও রক্ষায় করণীয়” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 বসুন্ধরা গ্রুপের শুভসংঘ জীবননগর উপজেলা শাখার আয়োজনে শনিবার সকাল সাড়ে  ১০ টার দিকে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার মুল প্রতিপাদ্য বিষয় ছিল, “জীববৈচিত্র্য রক্ষা মানেই
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করা।”আলোচনা সভায় সভাপতিত্ব করেন শুভসংঘ জীবননগর উপজেলা শাখার সভাপতি শামসুল আলম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মনিরুজ্জামান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পরিবেশ কর্মী বখতিয়ার হামিদ,জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম

তারেক,উথলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দীন,জীবননগর থানা পাইলট মাধ্যমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইনাল হক ও বিল্লাল হোসেন।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন ছাত্র প্রতিনিধি রাজীন হাসান ও হাসিবুল হাসান। তারা তরুণদের পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা তাদের বক্তব্যে জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

তারা বলেন, প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এবং জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে স্ব স্ব অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করা।

সভাটি সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠের জীবননগর প্রতিনিধি জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *