ঝিনাইদহ জেলা ছাত্রদল সভাপতিকে নিয়ে অপপ্রচার, থানায় লিখিত অভিযোগ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ জেলা  ছাত্রদলের  সভাপতি  এসএম সমিনুজ্জামান সমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে তিনি ঝিনাইদহ সদর থানায় এই অভিযোগ দাখিল করেন।

সমিনুজ্জামান অভিযোগ করে বলেন, “গত কয়েকদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে ভুয়া আইডির মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

এসব আইডি থেকে আপত্তিকর মন্তব্য করে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে আমি গত ১৬ বছর ধরে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।

এই সময়ে বহুবার হামলা-মামলার শিকার হয়েছি, এমনকি বর্তমান সরকারের আমলে ৫০টিরও বেশি মামলায় একাধিকবার কারাবরণ করতে হয়েছে।”

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “ছাত্রদল নেতার করা একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি।

বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগকারীর পাশে থাকার ঘোষণা দিয়েছেন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *