গঞ্জেরখবর ডেস্ক:-
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় বিশেষ অভিযানে অস্ত্রসহ মো. আব্দুল আলীম (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শাটারগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
শনিবার (২০ এপ্রিল ২০২৫) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল এই অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন কুমারী ইউনিয়নের হাড়গাড়ি গ্রামে হাড়গাড়ি-টু-কুমারীগামী পাকা রাস্তার পূর্ব পাশে একটি
বাঁশবাগানের গর্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বাঁশবাগানটি স্থানীয় মো. উজ্জল হোসেন (৩৮), পিতা- একাম উদ্দিনের মালিকানাধীন বলে জানা গেছে।
গ্রেফতারকৃত মো. আব্দুল আলীম, পিতা- মো. আব্দুর রহিম, সাং- রাধিকাগঞ্জ, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা।
অভিযানটি পরিচালনা করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী শামসুল আলম ও সঙ্গীয় ফোর্স।
আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯A/১৯(f) ধারায় মামলা (মামলা নং-৩৯, তারিখ- ২০/০৪/২০২৫) দায়ের করা হয়েছে।
এই সফল অভিযান পরিচালিত হয়েছে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায়।