জীবননগর অফিস:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে।
কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মো. আব্দুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন,“আমরা রাজনীতি করি পকেট ভারি করার জন্য নয়, বরং একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।
আমাদের লক্ষ্য মানবতার কল্যাণ সাধন,যেখানে আল্লাহর ভয়েই মানুষ দুর্নীতি থেকে বিরত থাকবে।”
তিনি আরও বলেন, “আমাদের দুইজন মন্ত্রী ছিলেন, যারা কখনো দুর্নীতিতে জড়াননি।
চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি মাও. হাবিবুর রহমান এক সময় বলেছিলেন,গম তো দুরের কথা,
গমের খোসাও কেউ প্রমাণ করতে পারলে আমি
দাড়ি-টুপি বর্গা দিয়ে দেবো।
’এটি প্রমাণ করে, আমরা স্বচ্ছ ও আদর্শ রাজনীতিতে বিশ্বাসী।”
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,জেলা তা’লিমুল কোরআনের সভাপতি মাওলানা মহিউদ্দিন,
জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন,জেলা বায়তুলমাল সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান,
নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন,উপজেলা সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আবু বকর
সিদ্দিক, প্রচার ও আইটি সম্পাদক মো. হারুন অর রশীদ,
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আসাবুল হক মল্লিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের অনুসরণ এবং দুর্নীতিমুক্ত রাজনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।