শৈলকূপার শেখপাড়া ডিএম কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শেখপাড়া মদনডাঙ্গা এলাকায় অবস্থিত দুঃখী মাহমুদ (ডিএম) কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজ মাঠে স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া মদনডাঙ্গা অংশে অবরোধ শুরু করে।

এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং “অবৈধ স্থাপনা মানি না মানব না”, “কলেজ মাঠের দখল চলবে না”, “স্থাপনা অপসারণ করো”, ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

অবরোধের ফলে প্রায় এক ঘণ্টা ধরে ঝিনাইদহ ও কুষ্টিয়ার মধ্যে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ ও যাত্রীবাহী যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়ে।

পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। যৌক্তিক সমাধানের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা দুপুরের দিকে অবরোধ তুলে নেয়। তবে তারা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে স্থাপনা অপসারণ না করা হলে তারা আবারও মহাসড়ক অবরোধে নামবেন।

জানা গেছে, কলেজ মাঠের প্রায় ২৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি জমির মালিক দাবিদার পক্ষ সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়ায় এই উত্তেজনার সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, “আমাদের কলেজ মাঠে স্থাপনা নির্মাণের ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

আমরা চাই মাঠটি আগের অবস্থায় ফিরে আসুক এবং স্থাপনা অপসারণ করা হোক।”

ডিএম কলেজের অধ্যক্ষ মো. আসাদুর রহমান বলেন, “কলেজ মাঠটি আমাদের নামে এওয়াজ করা রয়েছে। সেখানে স্থাপনা নির্মাণের ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

এ কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। আমি আশা করি প্রশাসনের সহযোগিতায় দ্রুত সমস্যার সুষ্ঠু সমাধান হবে।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *