আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মল্লিক নগর ট্রাক স্ট্যান্ডে ওয়েলডিং মেশিন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি ট্রাক সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মল্লিক নগরের মেহেরান ট্রেডার্সের পাশে ওয়েলডিং
মেশিনে কাজ চলার সময় হঠাৎ করে ইলেকট্রিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন ছড়িয়ে পড়ে পার্কিং করা অবস্থায় থাকা দুটি ট্রাকের তেলের ট্যাংকিতে এবং মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়।
স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন।
পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রবিউল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েলডিং মেশিন থেকে আগুনের
সূত্রপাত হয়েছে।
আমাদের দল দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুটি ট্রাক পুরোপুরি পুড়ে যায়।”
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ট্রাক দুটি পুড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।।