আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৩নং কুশনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালসার গ্রামের লিয়াকত আলী এবার পেয়েছেন জীবনের অন্যতম বড় স্বপ্ন – একটি নিজস্ব ঘর।
দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা এই ঘরটি নির্মাণ করে দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন ফাউন্ডেশন।
দীর্ঘদিন ধরে পরিবারসহ অস্থায়ী ঝুপড়িতে বসবাস করছিলেন লিয়াকত আলী। তিন কন্যা সন্তানসহ তিনি মানবেতর জীবন যাপন করলেও সরকারি কোনো সহায়তা পাননি।
একপর্যায়ে তিনি ওয়াদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোঃ মিজানুর রহমানের কাছে তার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।
মানবিক এ আবেদন আমলে নিয়ে ফাউন্ডেশন দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে। এক মাসের মধ্যেই ইট, বালু, সিমেন্টসহ ঘর নির্মাণের যাবতীয় উপকরণ তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বর্তমানে ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। লিয়াকত আলী জানান,
“আমার অনেক আত্মীয় স্বজন থাকলেও কেউ আমার কষ্ট দেখেনি। অথচ ওয়াদা ফাউন্ডেশন আমার পাশে দাঁড়িয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন ফাউন্ডেশন শুধু গৃহ প্রদান নয়,
বরং আরও নানা সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
এর মধ্যে রয়েছে অস্বচ্ছল পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন, মসজিদ নির্মাণে উপকরণ সরবরাহ,
এতিমখানা ও মাদ্রাসার শিশুদের জন্য খাদ্য ও পোশাক বিতরণ, বিধবা ও দুস্থ পরিবারের সহায়তা এবং কৃষকদের জন্য মাঠ পর্যায়ে টিউবওয়েল স্থাপন।
এলাকায় সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যেই সুপরিচিত নাম হয়ে উঠেছে এই ফাউন্ডেশন।
লিয়াকত আলীর মত আরও অনেক গৃহহীন মানুষ যেন তাদের পাশে এমন সহানুভূতিশীল
প্রতিষ্ঠানকে পেয়ে আশার আলো দেখছেন।
লিয়াকত আলী দেশ-বিদেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান,
“যদি সকলে ওয়াদা ফাউন্ডেশনের মতো এগিয়ে আসে, তাহলে শুধু এই এলাকা নয়, সারা দেশের অসহায় মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ।”
এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার আলো ছড়াতে সাহায্য করে এবং ভবিষ্যতে আরও
অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।