বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক এক সেমিনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
সেসময় সেমিনারে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটির
সভাপতি এম এ কবীর এবং ক্যাব ঝিনাইদহ জেলা সভাপতি আমিনুর রহমান টুকু।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের সেমিনারে ডিজিটাল প্লাটফর্মে মূল প্রবন্ধ উপস্থ্পন করেন।
প্রধান অতিথি আব্দুল আওয়াল বলেন, আমারা সকলেই যে কোন ভাবেই হোক একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে সব সময় অধিকার আদায় করে নিতে হয়।
তিনি আরও বলেন, শিক্ষিত হওয়া ছাড়া কোন উপায় নেই এ জন্য আমাদের জানা এবং বোঝার জন্য শিক্ষিত হতেই হবে। তিনি বলেন আইনের ভেতরে থেকেই সকলকে সচেতন করে তুলতে হবে। তিনি দ্রব্য মূল্য, মোড়কজাত পণ্য, খাদ্যে ভেজাল, উৎপাদন, বিপনন এবং ভোক্তা পর্যায়ে পৌছানোকে শৃংখলার মধ্যে নিয়ে আসার
আহব্বান জানান। এছাড়া তিনি বলেন মুক্ত বাজার অর্থনীতিতে মূল্য নির্ধারণ করে ব্যবসা করা বেশ কঠিন, এখানে রয়েছে প্রতিযোগিতা তবে ক্রেতারা সচেতন হলে বাজার নিয়ন্ত্রণ সহজ হয়।
তিনি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে সাধরণ ভোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি
সহ সকল শ্রেণি পেশার মানুষকে অবহিত করণের বিষয়ে জোর দেন।
সেমিনারে ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারী অফিস প্রধান, ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তারা অংশ গ্রহন করেন।