শৈলকুপায় প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

আবু সাইদ শওকত আলীবিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় গভীর রাতে সংঘটিত এক ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলক নগর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী টিপু সুলতানের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, টিপু সুলতানের বাবা আইনুদ্দিন শেখসহ পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন।

গভীর রাতে একদল ডাকাত বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের ভেতরে তল্লাশি চালায়।

ডাকাতরা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৩ লাখ ৫০ হাজার টাকার মতো নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবারটি।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “ঘটনাটি আমাদের কাছে কিছুটা রহস্যজনক মনে হচ্ছে। এমন বড় ধরনের ঘটনার পরও পরিবার থেকে রাতেই আমাদের কেউ কিছু জানায়নি।

এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ডাকাতির ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দাবি করেছেন,

নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে আরও তৎপরতা বাড়ানো প্রয়োজন।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *