ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহার পরলোক গমন

বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ: ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বীর সৈনিক নন্দ দুলাল সাহা (৯০) আর নেই। তিনি গত ২২ এপ্রিল মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে

চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

নন্দ দুলাল সাহা ছিলেন ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী।

তিনি ঝিনাইদহ শহরে নিজ হাতে লেখা পোস্টার দিয়ে আন্দোলনের পক্ষে প্রচার চালান এবং ঝটিকা মিছিলসহ নানা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান স্থানীয়ভাবে স্মরণীয় হয়ে আছে।

পরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তিনি দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুদ্ধ চলাকালীন সময়ে তিনি পাক হানাদার বাহিনীর গুলিতে আহত হন।

তার মৃত্যুতে ঝিনাইদহবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ বিভিন্ন

রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল বুধবার দুপুরে ঝিনাইদহ মহিষাকুন্ডু মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

জাতির এই গর্বিত সন্তানের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *