বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বোরো ধানের উৎপাদন পরিস্থিতি নিরূপণের লক্ষ্যে নমুনা শস্য কর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গোপিনাথপুর মাঠে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোবিন্দ ঘোষ,
উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আইয়ুব হোসেন, এসএপিপিও মনিশংকর বিশ্বাস,
পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সুরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, ২০২৪ সালে হরিণাকুন্ডু উপজেলায় বোরো ধানের চাষ লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৩৬৬ হেক্টর জমি, তবে চলতি বছরে বোরো ধান চাষ হয়েছে ৯ হাজার ৩৬০ হেক্টরে।
তুলনামূলকভাবে সামান্য হ্রাস পেলেও, ধান চাষের প্রতি কৃষকদের আগ্রহ কিছুটা কমে এসেছে।
এর পেছনে অন্যতম কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, কৃষকদের মধ্যে তামাক ও ভূট্টা চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া।
উভয় ফসলই অধিক লাভজনক হওয়ায় কৃষকরা বোরো ধান চাষে কিছুটা অনাগ্রহ দেখিয়েছেন।
তবে উপজেলা কৃষি অফিসের সক্রিয় তত্ত্বাবধান, সার্বক্ষণিক পরামর্শ এবং সময়মতো সারের
যোগানসহ অন্যান্য সহায়তার ফলে চলতি মৌসুমে বোরো ধানের ফলন সন্তোষজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, কৃষি অফিসের নিরবিচার সহযোগিতা অব্যাহত থাকলে কৃষি খাতে এ ধারা বজায় থাকবে এবং
কৃষকরা ভবিষ্যতে আরও অধিক ফলন নিশ্চিত করতে পারবে।
এই কার্যক্রমের মাধ্যমে কৃষি বিভাগ বাস্তবসম্মত ফলন পরিমাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।