জীবননগর অফিস:
পারস্পরিক বন্ধুত্ব ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে আজ বিকেলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর
পারস্পরিক বন্ধুত্ব ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে আজ বিকেলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর
মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাৎ ও সীমান্ত পরিদর্শন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মেদিনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে অবস্থিত ৩২ বিএসএফ ব্যাটালিয়নের
আওতাধীন চ্যাংখালী সীমান্ত পয়েন্টে এই সৌহার্দ্যপূর্ণ বৈঠক ও জিরো লাইন পরিদর্শন অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মহেশপুর
ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্টাফ অফিসারসহ মোট ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।
অপরদিকে বিএসএফ-এর পক্ষে অংশ নেন ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার, যিনি নিজেও ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখা, সীমান্ত হত্যা প্রতিরোধ, চোরাচালান ও বিশেষ করে মাদকদ্রব্য পাচার রোধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
পাশাপাশি পারস্পরিকসহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ব্যাপারেও মতবিনিময় হয়।
আলোচনার পর উভয় ব্যাটালিয়ন কমান্ডার মেইন পিলার ৬৪ এবং এর সংলগ্ন ৬৪/১-এস, ৬৪/২-এস, ৬৪/৩-এসসহ মোট ১৮টি টি-পিলার সরেজমিনে পরিদর্শন করেন।

তারা জিরো লাইন বরাবর প্রায় ২.৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে সীমান্তের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
সাক্ষাতের শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হওয়া এই সৌজন্য সাক্ষাৎ দুই প্রতিবেশী দেশের সীমান্ত নিরাপত্তা ও আস্থার ভিত্তি আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।