কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা, বাস্তবায়নে কমিটি গঠন

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় শহরের সোনার বাংলা ফাউন্ডেশনের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিদেশি অর্থায়নে আধুনিক হাসপাতাল নির্মাণের সম্ভাবনা ও করণীয় বিষয়ক নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আজাদ রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহবুবর রহমান।

আরও বক্তব্য দেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবু তালেব ও ওলিয়ার রহমান,

বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, অনলাইন পোর্টাল উচ্চ কণ্ঠের সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম রবি, ব্যবসায়ী আব্দুস সামাদ, অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, প্রভাষক মশিউর রহমান, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন,

আনোয়ার হোসেন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন, সাংবাদিক জামির হোসেন, শাহজাহান আলী সাজু, সোহেল আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে সরকারের মালিকানাধীন প্রায় ৩০ বিঘা অব্যবহৃত জমি রয়েছে, যা হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত।

ভৌগোলিক অবস্থানের কারণে এই হাসপাতাল থেকে যশোর, ঝিনাইদহ, মাগুরা,

চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও সাতক্ষীরা জেলার মানুষ সহজে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে।

এতে একদিকে যেমন জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, অন্যদিকে সরকারের অকার্যকর জমিও সুফল বয়ে আনবে।

সভা শেষে ‘কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়।

এতে আহ্বায়ক করা হয় আলহাজ্ব মাহবুবর রহমানকে। যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মাওলানা আবু তালেব, তবিবুর রহমান মিনি, আনোয়ারুল ইসলাম রবি ও আব্দুস সামাদ।

কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হন ওয়াশেকুল ইসলাম আজাদ।
এই কমিটি হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং বিদেশি বিনিয়োগ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে নেতৃত্ব প্রদান করবে।

সভায় অংশগ্রহণকারী পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা হাসপাতাল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *