জীবননগর থানা মডেল পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আলী আহম্মদ আর নেই জানাজায় শিক্ষার্থীসহ মুসল্লিদের উপচেড়া ভিড়

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জীবননগর
থানা মডেল পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আহম্মদ(৮০) বার্ধ্যক্যে অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিলাহি রাজিউন। তিনি কুষ্টিয়া সনো সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ শনিবার সকাল সাড়ে ১১ টার সময় নিজ গ্রাম কয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত জানাজায় মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

জানাজায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল,একই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল

হাসেম,পদ্মপুকুর সরকারী ডিগ্রী কলেজের শরীর চর্চা শিক্ষক মুন্সী নাসির উদ্দিন,বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালেক,মোয়াজ্জেম

হোসেন,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মশিয়ার রহমান,খালিদ হোসেন ও শামীম হোসেন প্রমুখ। এছাড়াও  তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জীবননগর থানা মডেল পাইলট হাইস্কুলের বর্তমান প্রধান শিক্ষক রেবেকা সুলতানা,

জীবননগর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক গঠনও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।  জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, সাবেক প্রধান শিক্ষক আলী আহম্মেদ একজন সাদা মনের ভাল মানুষ হিসাবে ব্যাপক ভাবে পরিচিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *