আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ করুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্মেলনের প্রথম পর্বে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
তিনি তার বক্তব্যে সংগঠনের ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দলের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি ও সাধারণ সম্পাদক তহুরা খাতুন তাদের বক্তৃতায় সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান।
এছাড়াও হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক তাইজাল হোসেন উপস্থিত ছিলেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে রেহেনা খাতুনকে সভাপতি ও আঞ্জুমানা খাতুনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পৌর মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকল স্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সম্মেলন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।