জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খাজা বাবা মিনাজপুরী দরবার শরিফে বার্ষিক ওরশ মাহফিল পালন উপলক্ষে নিশান উত্তোলন করা হয়েছে।
শনিবার বাদ আসর মিনাজপুর মাঠপাড়ার দরবার শরিফে নিশান উত্তোলন কালে উপস্থিত
ছিলেন,মিনাজপুর দরবার শরিফের পরিচালক রফিক শাহ,সাধারণ সম্পাদক মসলেম
উদ্দিন,কোষাধ্যক্ষ খোরশেদ আলম, হাফেজ আব্দুর রশিদ,বিএনপি নেতা রুপ মিয়া,নুর মোহাম্মদ, সোহেল রানা,মিলন হোসেন,সজন ডাক্তার,তরিকুল ইসলাম, আলী কদর,ইন্তাজ
আলী,মেজো পীর শফি মিয়া,আব্দুল মান্নান, মানিকপুর পাগলা সামসুল মাজার শরিফের পরিচালক সবুজ
মল্লিক,আয়ুব ডাক্তার,মোফাজ্জল হোসেন,বকুল হোসেন,শহিদুল শাহ,লাল্টু শাহ,সবিল বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত,আশেকান।
প্রতি বছরের মত মিনাজপুর মাঠপাড়া দরবার শরিফে আগামি সোমবার দিনব্যাপী বার্ষিক ওরশ মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে তবারক বিতরণ,মিলাদ মাহফিল,তরিকা শীর্ষক আলোচনা ও রাতে বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে।