গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এনামুল হক (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের লালখান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি পশ্চিমপাড়া বলেশ্বর গ্রামের স্থায়ী বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এনামুল হক মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাওয়ার পথে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষক এনামুল হক দীর্ঘদিন ধরে লালখান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষার্থীদের কাছে তিনি একজন পরিশ্রমী ও সদালাপী শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আনোয়ার হোসেন জানান, “ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বাদ জোহর নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত স্বজন ও সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *