আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
যশোরের চৌগাছা সড়কে চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া কাঁঠালতলা এলাকায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহত যুবকের নাম উজ্জ্বল (৩৩), তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের কুরবান আলীর ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, উজ্জ্বল আমবটতলা বাজার থেকে চিকিৎসা শেষে
মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে দোগাছিয়া তোতার ভাটার সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি
ইঞ্জিনচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক
উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন।
দুর্ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।