গঞ্জেরখবর ডেস্ক:-
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক ও জুয়ার আসক্ত এক ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারই বাবা। বাবার দায়েরকৃত মামলার ভিত্তিতে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার বাসিন্দা মোঃ নুরুল ইসলাম (৬০) তার বড় ছেলে মোঃ বিপ্লব হোসেন (৩৫)-এর বিরুদ্ধে গত ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে ভেড়ামারা থানায় সরাসরি উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেন। মামলা নম্বর: ৩২/২০২৫।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিপ্লব মাদকাসক্ত এবং জুয়ায় আসক্ত হয়ে পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। বাদী নুরুল ইসলাম দাবি করেন, একাধিকবার তাকে ও তার স্ত্রী জুলেখা বেগমকে মারধর করেছেন বিপ্লব, এমনকি হত্যার হুমকিও দিয়েছেন।
নুরুল ইসলাম বলেন, “গত বছর ২ নভেম্বর আমার ওপর প্রাণঘাতী হামলা চালায় সে। তখন আমি কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলাম। এমনকি আমার স্ত্রীকেও মারধর করে হাতের আঙুল ভেঙে দেয়।”
সর্বশেষ গত ২৮ এপ্রিল সোমবার, বিপ্লব হাসুয়া হাতে নিয়ে আবারও বাবাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠে।
এছাড়াও প্রতারণার মাধ্যমে বিপ্লব স্থানীয় কয়েকজনের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেন, যা পরবর্তীতে থানায় সালিশি বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়।
বিপ্লবের ছোট ভাই ইখলাস হোসেন জানান, “আমাদের এক সময়ের সুখী পরিবার তার কারণেই আজ ভেঙে গেছে। সে জুয়ার পিছনে আমাদের সংসারের সঞ্চিত অর্থ শেষ করে ফেলেছে।”
বোন বন্যা খাতুন বলেন, “বিপ্লব মিথ্যা প্রলোভনে বাবা থেকে সম্পত্তি লিখে নিয়েছে এবং সব টাকা জুয়া ও নেশার পেছনে খরচ করেছে।”
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,
“অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।”
স্থানীয়দের মতে, বিপ্লব একাধিকবার অনলাইনে ইলেকট্রিক পণ্যের ভুয়া বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারণা করেছেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।