সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার ও বিচার দাবিতে ঝিনাইদহে আইনজীবীদের বিক্ষোভ

আবু সাইদ শওকত আলী, বিশেষ প্রতিনিধি:-

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে গ্রেফতার ও বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে জেলা জজ আদালত চত্বর থেকে একটি মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে আইনজীবী সমিতি ভবনের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ ইউনিটের সভাপতি অ্যাডভোকেট দবির হোসেন এবং জেলা জজ আদালতের পিপি মশিউর রহমান।

সমাবেশ পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন।

বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বিচার বিভাগের নিরপেক্ষতা ক্ষুন্ন করেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকা পালন করেছেন।

তারা দাবি জানান,  সাবেক প্রধান  বিচারপতিকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার বিভাগে দুর্নীতির অভিযোগে জড়িত বিচারকদের অপসারণ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, জনগণ স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার প্রত্যাশা করে, যেখানে কোন স্বৈরাচারী দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *