ঝিনাইদহে আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোস করো ভাই—লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ঝিনাইদহে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

২০২৫। এ উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এমরান হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল,

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ্বাস,

বিভিন্ন স্তরের বিচারক, আইনজীবী, আইন সহকারী ও সাধারণ জনগণ।

র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লিগ্যাল এইড কমিটির

চেয়ারম্যান মোঃ এমরান হোসেন চৌধুরী। সভায় বক্তারা বলেন, অসচ্ছল ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কর্তৃক

বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বক্তারা আরও জানান, সেবা গ্রহীতারা সন্তুষ্ট থাকায় লিগ্যাল এইডের সেবার চাহিদা বৃদ্ধি পেয়েছে।

ফলে, মামলা নিস্পত্তির হার ও সেবার মানের দিক থেকে ঝিনাইদহ জেলা দেশে শীর্ষস্থান অর্জন করেছে।

আলোচনা সভার পূর্বে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষার আয়োজন করা হয়, যাতে সাধারণ মানুষ উপকৃত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *