মোঃ আবু সাইদ শওকত আলী, বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে আলোচনায় উঠে এসেছেন মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী আদুরী খাতুন ও স্থানীয় ইলেকট্রনিক্স ব্যবসায়ী আলমগীর হোসেন।
বিয়ের আগের একটি ব্যক্তিগত অডিও ক্লিপ এবং কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়ভাবে।
সূত্র জানায়, কোটচাঁদপুর পৌর শহরের ব্রীজঘাট মোড়ে অবস্থিত ‘ঢাকা ইলেকট্রনিক্স’ নামে একটি শো-রুমের মালিক আলমগীর হোসেনের সঙ্গে পরিচয় হয় আদুরী খাতুনের,
যিনি শালকোপা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।
নিয়মিত পণ্য কিনতে গিয়ে আলমগীরের সঙ্গে তার পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ রয়েছে, সম্পর্কের সময় আদুরী পূর্বপ্রস্তুতি হিসেবে আলমগীরের সঙ্গে একান্ত কথোপকথনের অডিও রেকর্ড করে রাখেন।
সেই অডিও ক্লিপ, যার দৈর্ঘ্য প্রায় ৯ মিনিট ৫৪ সেকেন্ড, সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। ফাঁস হওয়া ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি কালিগঞ্জে ৪০ লাখ টাকা কাবিনে আদুরী ও আলমগীরের বিয়ে হলেও উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। আলমগীর দাবি করছেন, তাকে জোর করে এবং জিম্মি করে বিয়েতে বাধ্য করা হয়েছে।
একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বিয়ের সময় তার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে তিনি ডিভোর্স প্রক্রিয়াও শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র।
অন্যদিকে, এই সম্পর্কের জেরে বিপাকে পড়েছেন আদুরী খাতুন।
বিয়ের ঘটনা জানাজানি হওয়ার পর আগের স্বামী সিদ্দিকুর রহমানের পরিবারের সদস্যরা তাকে ঘরে ঢুকতে দিচ্ছেন না
এবং বাড়ির দরজায় তালা লাগিয়ে দিয়েছেন বলে জানা গেছে। অপরদিকে, নতুন স্বামী আলমগীরের বাড়িতেও তিনি ঠাঁই পাননি।
এই জটিল পরিস্থিতির মধ্যে ফাঁস হয়েছে তাদের অতীত সম্পর্কের প্রমাণস্বরূপ অডিও ক্লিপ ও ছবি, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, “কিছু টাকা আদায়ের জন্য আদুরী নানা ধরনের চাপ সৃষ্টি করছেন। আমি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাই না।”
আদুরীর বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।