ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮ নম্বর ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুমের স্থায়ী অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ‘সচেতন নাগরিক সমাজ, ডৌহাখলা ইউনিয়ন’-এর ব্যানারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, চেয়ারম্যান এমএ কাইয়ুম একাধিক মামলার আসামি, যার মধ্যে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যা মামলাও রয়েছে। বক্তারা আরও
অভিযোগ করেন, চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। তারা বলেন, “একজন অভিযুক্ত ব্যক্তি ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকতে পারেন না। আমরা তার স্থায়ী অপসারণ দাবি করছি।”
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান এমএ কাইয়ুম গণমাধ্যমকে বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সোহাগ চৌধুরী হত্যার সময় আমি এলাকায় উপস্থিত ছিলাম না।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে মামলায় জড়ানো হয়েছে।” তিনি আরও জানান, “আমি জামিনে মুক্ত হয়ে পুনরায় দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছি। সরকার দায়িত্ব দিলে আমি তা গ্রহণ করবো।”
এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান বলেন, “চেয়ারম্যান কারাবন্দি হওয়ায় জেলা প্রশাসকের পরামর্শে তাকে সাময়িকভাবে অপসারণ করে ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় দায়িত্ব পেতে আবেদন করেছেন। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।”