স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদরের ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মোশাররফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন দিঘিরপাড় গ্রামের মৃত সমসের আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামে বিএনপি নেতা আমজাদ বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে
সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত রোববার রাতে আলিম উদ্দিনের লোকজন আমজাদ বিশ্বাসের সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
বুধবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় মোশাররফ হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পুত্রবধূ লাইজু খাতুন জানান, “আমার শ্বশুর সকালে বাড়িতে ধান ঝাড়ার কাজ
করছিলেন। হঠাৎ শুনি লোকজন হামলা করছে। তখন দেখলাম উনার মুখ শুকিয়ে গেছে। এরপর প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। আমি এই হত্যার বিচার চাই।”
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “সামাজিক আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে গ্রামে টহল জোরদার করা হয়েছে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।