নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুর রাহিম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (তারিখ অনুলিখনযোগ্য) দুপুরে ঝিনাইদহ সদর
উপজেলার লক্ষীপুর বন্ড ব্রিক্স ইটভাটা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাশেম ও এসআই মারুফ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত আব্দুর রাহিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পৌচ কৃষ্ণপুর গ্রামের
মোঃ আশরাফ আলীর ছেলে এবং বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী ‘মুক্তা পরিবহন’ নামক একটি বাসে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় তার সঙ্গে থাকা ব্যাগে লুকানো
অবস্থায় ১৫টি জিপারযুক্ত নীল রঙেরপলিপ্যাকেট পাওয়া যায়, যার প্রতিটিতে ২০০টি করে মোট ৩,০০০ পিস ইয়াবা ছিল।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা
হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।