মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন রায় প্রত্যাশিত ১৫ মে

গঞ্জেরখবর ডেস্ক:

মাগুরায়  শিশু  আছিয়া  ধর্ষণ ও  হত্যা  মামলার সাক্ষ্যগ্রহণ চতুর্থ দিনের মতো সম্পন্ন হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

এই দিনে সাক্ষ্য দিয়েছেন মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের দুইজন চিকিৎসক এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক, যারা মামলার ভিকটিম আছিয়ার চিকিৎসায় যুক্ত ছিলেন।

পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ মে। ওইদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসক, আছিয়ার সুরতহাল রিপোর্ট প্রস্তুতকালে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাক্ষ্যগ্রহণ করা হবে।

মামলার সাক্ষ্যগ্রহণ ৬ মে’র মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজী।

বুধবার সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে আসামি হিটু শেখসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে নিজ বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক পাঁচ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়।

আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় আছিয়া মারা যায়।

ঘটনার পরদিনই আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।

মামলাটি দেশব্যাপী তীব্র আলোড়নের সৃষ্টি করে। দীর্ঘ তদন্ত শেষে গত ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে।

২৩ এপ্রিল মামলার অভিযোগ গঠন হয় এবং পরদিন থেকেই নিয়মিত সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আইনজীবীরা আশা করছেন, সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আগামী ১৫ মে মামলার রায় ঘোষণা করা হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *