নির্বাচনের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান মির্জা ফখরুলের

গঞ্জেরখবর ডেস্ক:-

বিএনপি  মহাসচিব  মির্জা  ফখরুল  ইসলাম আলমগীর দেশজুড়ে চলমান রাজনৈতিক সংকট

ও নাগরিক অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

৩০ এপ্রিল বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংযোগ অনুষ্ঠানে তিনি বলেন,

“আমরা চাই প্রফেসর ইউনূস এবার আর দেরি না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। সংস্কারগুলো সম্পন্ন করে জনগণের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হোক।”

তিনি আরও বলেন, “বর্তমানে দেশে যেসব ঘটনা ঘটছে, তা জাতির জন্য ক্ষতিকর হতে পারে।

নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার গঠিত হলে এ সমস্যাগুলোর সমাধান সম্ভব।

জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সে সুযোগ যত দ্রুত দেওয়া যাবে, ততই জাতির মঙ্গল হবে।”

স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন,

“জনগণ চায় তারা যেন অবাধ ও সুষ্ঠু পরিবেশে তাদের পছন্দের সরকার নির্বাচন করতে পারে।

কিন্তু বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নির্বাচনকে সামনে আনতে হবে।”

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে দাবি করেন, বর্তমান সরকার

গণতন্ত্র, মানবাধিকার এবং ধর্মীয় নেতাদের ওপর দমন-পীড়ন চালিয়েছে।

তার ভাষায়, “শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছে, আলেমদের ফাঁসিতে ঝুলানো হয়েছে। এসব কর্মকাণ্ডের জবাব একদিন দিতে হবে।”

তিনি বলেন, “একজন রাষ্ট্রপ্রধানের মনমানসিকতা উদার ও সহনশীল হতে হয়।

দেশের সব জনগণকে সমান চোখে দেখতে হয়। কিন্তু প্রমাণ হয়েছে, এই সরকারের নেতৃত্বে সেই উদারতা ও মানবিকতা অনুপস্থিত।”

শেষে তিনি আবারও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, “মানুষ পরিবর্তন চায়।

তারা ভোটের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায়। আর সেই পথ উন্মুক্ত করতে হলে দ্রুত নির্বাচন জরুরি।”

আপনি কি চান এই বক্তব্যকে আরও সংক্ষিপ্ত বা সংবাদ সংস্থার স্টাইলে তৈরি করি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *